এপ্রিল থেকে শুরু হয়েছে নতুন অর্থবছর। নয়া অর্থবর্ষের শুরুতেই পেট্রোল (Petrol), ডিজ়েলের (Diesel) এরপর এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি ঘোষণা করল কেন্দ্র সরকার। সোমবার তেলমন্ত্রী হরদীপ সিং পুরি জানালেন, প্রতি সিলিন্ডারের দাম ৫০ টাকা করে বাড়বে। আগে এলপিজি সিলিন্ডারের দাম ছিল ৮০৩ টাকা। পঞ্চাশ টাকা বেড়ে এখনও তা হয়েছে ৮৫৩ টাকা। উজ্জ্বলা সুবিধাভোগীদের জন্যেও এই নিয়ম প্রযোজ্য। উজ্জ্বলা প্রকল্পে প্রতি সিলিন্ডারের দাম ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৫৫০ টাকা করা হয়েছে। এবার থেকে সিলিন্ডার প্রতি ৫০ টাকা বেশি গুনতে হবে। এদিকে আজই পেট্রোল এবং ডিজ়েলের লিটার প্রতি ২ টাকা করে বৃদ্ধির ঘোষণা করেছে রাজস্ব বিভাগ।

৫০ টাকা বাড়ছে এলপিজি সিলিন্ডারের দামঃ 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)