২০১৪ ও ২০১৯ এ একক ভাবে সংখ্যাগরিষ্ঠতা মেলায় সরকার গঠন নিয়ে হয়নি কোন অঙ্ক কষা। কিন্তু এবার ২৪০ এ থেমেছে ভারতীয় জনতা পার্টি। তাই জোট সঙ্গীদের দিকে কিছুটা হলেও তাকিয়ে থাকতে হচ্ছে মোদী-শাহদের। বিরোধীদের জোট ও তাকিয়ে আছে এনডি এ জোট সঙ্গী টিডিপি এবং রাজনীতিতে ধুরন্ধর জে ডি ইউ প্রধান নীতীশ কুমারের দিকে। বিরোধীদের জোটে কি টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে আহ্বান জানানো হয়েছে? এই ব্যাপারে প্রশ্ন করা হলে তাঁর উত্তর দিয়েছেন এন সিপি( NCP-SCP) প্রধান শরদ পাওয়ার। তিনি বলেন, তাদের সঙ্গে আমার এখনো কোনো কথা হয়নি। আজ সন্ধ্যায় ভারত (INDIA Alliance)জোটের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেই সূত্রে আমি দিল্লিতে এসেছি। ভারত জোটের বৈঠকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে আমি ওই দুই নেতার সঙ্গে কথা বলব।

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)