ঝড়বৃষ্টির মাঝে বিদ্যুতের ঝলকানি। বজ্রপাতের (Lightning Strike) জেরে আহত হন পাঁচ পড়ুয়া। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মোরাদাবাদে তীর্থঙ্কর মহাবীর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বৃহস্পতিবার ঘটল অঘটন। ঝড়বৃষ্টির সময়ে পড়ুয়ারা এদিক ওদিক গাছের নীচে আশ্রয় নিয়েছিলেন। এমন সময়ে ক্যাম্পাসের একটি গাছে  বজ্রাঘাত ঘটল। সন্ধ্যের অন্ধকারে ঝলসে উঠতে দেখা গেল গাছটিকে। সেই গাছতলায় দাঁড়িয়ে থাকা পাঁচ পড়ুয়া আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, পাঁচ পড়ুয়ার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। কলেজ ক্যাম্পাসে বজ্রপাতের হওয়ার দৃশ্য সিসিটিভি ক্যামেরাবন্দি হয়েছে। সেই ভিডিয়োই প্রকাশ পেয়েছে সমাজমাধ্যমে।

কলেজ ক্যাম্পাসে বজ্রপাত, আহত ৫ পড়ুয়াঃ

 

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)