খাবার খুঁজতে খুঁজতে জঙ্গল থেকে বেরিয়ে আসছে লেপার্ড (Leopard)। বসে থাকছে জনসাধারণের যাওয়া আসার রাস্তায়। বিশ্বাস না হলে, এমনই একটি ভিডিয়ো (Leopard Video) এবার প্রকাশ্যে এল তিরুপতির তিরুমালা (Tirumala) পাহাড় থেকে। তিরুপতিতে (Tirupati)  যে ভক্ত সমাগম হয়, তার মাঝে হঠাৎ করে এভাবে লেপার্ডের বসে থাকা নিয়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। মঙ্গলবার বিকেল ৪.১০ মিনিটে তিরুমালা পাহাড়ের উপর বসে থাকতে দেখা যায় একটি লেপার্ডকে। স্থানীয়রা সঙ্গে সঙ্গে বন দফতরে খবর দেন। বন দফতরের আধিকারিকরা সাইরেন বাজাতে শুরু করেন। সাইরেন বাজারেই লেপার্ডটি ক্রমশ জঙ্গলের ভিতরে ঢুকে যায় বলে খবর। প্রসঙ্গত অন্ধ্রপ্রদেশ এবং তেলাঙ্গানার একাধিক জায়গায় মাঝে মধ্যেই লেপার্ড বা বাঘ চোখে পড়ে। কখনও শ্রীশৈলমে যাওয়ার রাস্তা হোক কিংবা তিরুমালা, বাঘের আনাগোনা দক্ষিণর এই দুই রাজ্যের একাধিক জায়গায় অনবরত।

আরও পড়ুন: Indian Attacked By Tiger: বাঘের সঙ্গে 'কেরামতি' দেখাবেন না, দক্ষিণরায়কে পোষ্য় বানাতে গিয়ে ভারতীয়কে ছিঁড়ে খাওয়ার উপক্রম, ভাইরাল ভিডিয়ো

দেখুন তিরুমালা পাহাড়ের উপর কীভাবে বসে রয়েছে একটি লেপার্ড...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)