তিনদিনের ভারত সফরে এসেছেন কেনিয়ার রাষ্ট্রপতি (Kenyan President) উইলিয়াম সামোই রুটো। তাঁকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়ে ছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর কার্যকালের মধ্যে এই প্রথমবার ভারতে আসছেন কেনিয়ার রাষ্ট্রপতি (Kenyan President)।

বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে আগেই জানানো হয়েছিল আজ( ৫ ডিসেম্বর) কেনিয়ার রাষ্ট্রপতি রুটোকে ভারতের রাষ্ট্রপতি ভবনে একটি অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হবে। একটি বিশেষ ভোজনেরও আয়োজন করা হবে। সেই অনুষ্ঠানের আগেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি উইলিয়াম সামোই রুটো।প্রধানমন্ত্রীর সঙ্গে দুই দেশের নানান বিষয় নিয়ে আলোচনাও হবে বলে জানা গিয়েছে। এর আগে প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানান রুটো। আফ্রিকার ইউনিয়ানকে জি ২০ দেশ ভুক্ত করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সেই সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্ক ‘অসাধারণ’ এই কথাও বলেন।

দেখুন সেই ভিডিও-

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)