হিমবাহ গলছে। কেদারনাথ (Kedarnath) মন্দিরের পিছনে যে চোরাবারি হিমবাহ (Chorabari Glaciers) রয়েছে, তা ক্রমাগত গলতে শুরু করেছে। এবার এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যাকে কার্যত অশনি সঙ্কেত বলেই মনে করা হচ্ছে।
কেদারনাথ মন্দিরের পিছনে যে চোরাবারি হিমবাহ রয়েছে, সেখান থেকে ক্রমাগত বরফ গলে পড়ছে। বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ ওই ছবি দেখা যায়। কেদারনাথ মন্দিরের পিছন থেকে হিমবাহ গলে পড়ার ভিডিয়ো সামনে আলতেই, বিপর্যয় মোকাবিলাকারী দলের তরফে বিবৃতি প্রকাশ করা হয়। তাঁরাই জানান দুপুর ২টো থেকে চোরাবারি হিমবাহ গলে নীচে ঝরনার আকারে নামতে শুরু করেছে।
সম্প্রতি মেঘভাঙা বৃষ্টিতে (Cloudburst) দিশাহারা হয়ে পড়েছে দেবভূমি উত্তরাখণ্ড (Uttarakhand)। ধারালি গ্রামে যখন মরশুমের প্রথম মেঘভাঙা বৃষ্টি হয়, তার জেরে ৫ জনের মৃত্যু হয়। পাশাপাশি ধারালি গ্রাম পুরো নিশ্চিহ্ন হয়ে যায়। জন্ম হয় একটি নতুন হ্রদেরও। এবার হিমবাহ গলতে শুরু করায় নতুন করে অশনি উত্তরাখণ্ডকে গ্রাস করছে কি না, তা নিয়ে নানা আশঙ্কা জাগতে শুরু করেছে মানুষের মনে।
দেখুন সেই ভিডিয়ো যেখানে হিমবাহ গলে যাচ্ছে তরতরিয়ে...
'ये अच्छे संकेत नहीं है..'
केदारनाथ मंदिर के पीछे की पहाड़ी में टूट रहे ग्लेशियर. पिछले वर्ष भी कई बार ग्लेशियर टूटने की देखी जा चुकी है घटना. पर्यावरणविदों ने जताई चिंता, भविष्य के लिए नहीं शुभ संकेत.#Kedarnath pic.twitter.com/XGp1ILy2dg
— NDTV India (@ndtvindia) September 4, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)