সাইকেল নিয়ে হুমড়ি খেয়ে পড়লেন উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার (DK Shivakumar)। মঙ্গলবার বেঙ্গালুরুতে কর্ণাটকের (Karnataka) বিধানসভা ভবনের বাইরে সাইকেল থেকে নামার সময়ে আচমকাই পড়ে যান তিনি। নিরাপত্তারক্ষীরা টেনে তোলেন উপ-মুখ্যমন্ত্রীকে। বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের একটি অনুষ্ঠানে শিবকুমার সাইকেল চালাতে গিয়েই বিপত্তি ঘটান। ৫ জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস। সেই অনুষ্ঠান মঙ্গলবার বেঙ্গালুরুতে (Bengaluru) অনুষ্ঠিত হয়েছে। ইকো-ওয়াকে আয়োজিত বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ডি কে শিবকুমার। অনুষ্ঠানে সূচনা করেন উপ-মুখ্যমন্ত্রী। এরপর তিনি সাইকেলে চেপে রওনা দেন বিধান সৌধের উদ্দেশ্যে। বিধানসভা পৌঁছে সাইকেল থেকে নামার সময়েই ঘটল বিপত্তি। সিঁড়িতে ধপাস করে পড়ে যান উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। তাঁকে তড়িঘড়ি তুলে ধরেন তাঁর নিরাপত্তারক্ষীরা।
সাইকেল নিয়ে আছাড় খেলেন শিবকুমারঃ
సైకిల్ దిగుతుండగా కింద పడిన కర్ణాటక ఉప ముఖ్యమంత్రి డీకే శివకుమార్ pic.twitter.com/kklrLidZZg
— Telugu Scribe (@TeluguScribe) June 17, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)