জম্মু কাশ্মীরে অঝোরে শুরু হয়েছে তুষারপাত (Jammu and Kashmir Heavy Snowfall)। রাজৌরি থেকে ডোডা উপত্যকার বিভিন্ন এলাকায় পুরু বরফের আস্তরণে ঢাকা পড়েছে। বরফের বৃষ্টির জেরে রূপকথার রাজ্যে পরিণত হয়েছে উপত্যকা শহর। দূর থেকে সেই দৃশ্য মনোরম লাগলেও স্থানীয় বাসিন্দাদের কাছে তা বেজায় কষ্টসাধ্য। রাস্তাঘাট বরফে ঢেকে যাওয়ার ফলে যান চলাচল ব্যাহত হয়েছে। ভারী তুষারপাতের কারণে জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ারায় অ্যাম্বুলেন্স পরিষেবা না মেলায় এক অন্তঃসত্ত্বা মহিলাকে কাঁধে চাপিয়ে হাসপাতাল নিয়ে যেতে হল। স্থানীয়দের অভিযোগ, সরকারের গাফিলতির কারণে এলাকায় যথাযথ পরিকাঠামো এবং চিকিৎসা সুবিধার অভাব রয়েছে। যার ফলে এই দুর্ভোগ তাঁদের।
ভারী তুষারপাত মাথায় নিয়ে অন্তঃসত্ত্বা মহিলাকে হাসপাতাল নিয়ে যাচ্ছেন স্থানীয়রাঃ
Kishtwar, Jammu and Kashmir: In Thakrie Block, heavy snowfall forced villagers to carry a pregnant woman on a bed to Kishtwar Hospital. The Gujjar community alleges government neglect, citing a lack of proper infrastructure and medical facilities in the area pic.twitter.com/XPa7fbmMhL
— IANS (@ians_india) February 28, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)