সংসদে শীতকালীন অধিবেশনে একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়তে কোমর বেঁধে নামছে 'INDIA' জোট। আদানি ইস্যুতে এখনও অচল সংসদ। মহারাষ্ট্র ও হরিয়ানায় হারলেও জম্ম-কাশ্মীর ও ঝাড়খণ্ডে জিতেছে ইন্ডিয়া জোটের দলগুলি। আর তাই ভোটের ফলে হতাশ না হয়ে দেশের নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে সংসদে বিজেপিকে কীভাবে চাপে রাখা যায়, তা নিয়ে বৈঠকে বসছে ইন্ডিয়া জোটের দলগুলি। রাজ্যসভায় কংগ্রেস, সমাজবাদী পার্টি, আরজেডি, ডিএমকে, এনসিপি (শরদ পাওয়ার)-এর প্রতিিনধিরা এই বৈঠকে উপস্থিত থাকবেন। তৃণমূল খাড়গের অফিসের বৈঠকে উপস্থিত থাকে কি না সেটাই দেখার।

সংসদ ভবনে রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জনের অফিসে মঙ্গলবার সকাল ১০টায় ইন্ডিয়া জোটের নেতারা বৈঠকে বসছেন। আাদনি ইস্যুতে টানা ৬দিন ধরে অচল রাখা নিয়ে কংগ্রেসের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে তৃণমূলের।

দেখুন খবরটি

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)