নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে আগামীকাল থেকে চলতি মাসের ১১ তারিখ পর্যন্ত দেশের উত্তরাংশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর-আইএমডি। পূর্ব ভারতের অসম, মেঘালয়, মিজোরাম এবং ত্রিপুরায় আগামীকাল এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিমে ১০ তারিখ পর্যন্ত ঘন কুয়াশার পরিস্থিতি বজায় থাকবে। এছাড়াও আগামী তিন দিন উত্তর-পশ্চিম ভারতের সমভূমি অঞ্চলে ঘণ্টায় ১৫ থেকে ২৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মৌসম ভবন থেকে জানানো হয়েছে  আগামী দুই থেকে তিন দিন পূর্ব ও মধ্য ভারতের অনেক অংশে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে।

আলিপুর আবহাওয়া অফিসের দেওয়া তথ্য বলছে,গতকাল কলকাতার তাপমাত্রা এক ঝটকায় নেমেছ অনেকটাই। মহানগরে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৬.৭ ডিগ্রিতে। ১২-১৩ ডিগ্রির ঘরে জেলার তাপমাত্রা।

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)