সিবিএসই দ্বাদশ শ্রেণি (CBSE Class 12) তে মেধা তালিকায় দ্বিতীয় স্থান পাওয়া বাংলার মেয়ে শ্রীজিত রায় চৌধুরী দারুণ খুশি। ৫০০-র মধ্যে ৪৯১ নম্বর পায় শ্রীজিতা (৯৮.২০ শতাংশ)। আজ, সোমবার সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশ করে বোর্ড। রেজাল্টও প্রকাশ করবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। চলতি বছরে প্রায় ৩৯ লক্ষ পড়ুয়া সিবিএসই-তে দশম এবং দ্বাদশের পরীক্ষায় বসেছিল।
মেধাতালিকায় স্থান পাওয়া শ্রীজিতা রায় চৌধুরী বললেন, "এতটা ভাল ফল করব নিজেও ভাবিনি। আমাকে আমার পরিবার দারুণ সমর্থন করেছে। পরিবারের সবাই আমায় পরিষ্কার বলেছিল, তোমার যেটা ভাল লাগে সেটা কর।"ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী শ্রীজিতা আগামী দিনে বিদেশে পড়াশোনা করতে চায়। চাকরির পাশাপাশি এমবিএ করতে চায় সে।
সিবিএসই দ্বাদশে পাশের হার হল ৮৭.৯৮ শতাংশ। গতবারের থেকে সামান্য বেড়েছে পাশের হার। দেশজুড়ে ১৬ লক্ষাধিক পড়ুয়া এবার সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় বসেছিল।
দেখুন কী বললেন শ্রীজিতা
#WATCH | West Bengal: Srijita Roy Chowdhury, a topper in CBSE class 12th examinations, says, "...I have the most supportive family one could ask for. They never put pressure on me and they are such that do whatever you can, we love you no matter what..." pic.twitter.com/dsRvdE6KiE
— ANI (@ANI) May 13, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)