নয়াদিল্লিঃ মৌমাছির (Bee) হাত থেকে স্ত্রীকে(Wife) বাঁচাতে গিয়ে মৃত্যু স্বামীর(Husband)। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) শাডোল জেলায় (Shadol District)। মৃত ব্যক্তির নাম সময় লাল। বয়স ৫৫। ঘটনাটি ঘটে গত ২৮ জুন। এদিন বিকেলে বন সংলগ্ন এলাকায় কাজ করছিলেন সময় লালের স্ত্রী সীয়াবতী। আচমকাই তাঁকে আক্রমণ করে মৌমাছির দল। একপ্রকার তাঁকে ছেঁকে ধরে এক ঝাঁক মৌমাছি। স্ত্রীকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন সময় লাল। তাঁকেও আক্রমণ করে মৌমাছির দল।

মৌমাছির আক্রমণে মৃত্যু এক ব্যক্তির

গুরুতর আহত অবস্থায় এই দম্পতিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে মৃত্যু হয় সময় লালের। বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন স্ত্রী। তাঁর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। এই ঘটনায় ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে শাডোল পুলিশ।জানা গিয়েছে, ওই গ্রামে দীর্ঘদিন ধরেই মৌমাছির উৎপাত চলছিল। স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনও ফল হয়নি। এটাই নতুন নয় আগেও মৌমাছির ঝাঁকের মুখে পড়ে আক্রান্ত হয়েছেন বহু মানুষ। কিন্তু তাতেও কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে স্থানীয়দের অভিযোগ।

 স্ত্রীকে বাঁচাতে গিয়ে মৌমাছির ঝাঁকের আক্রমণে মৃত্যু ব্যক্তির

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)