সাংবাদিক সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময়ে আচমকাই নাক দিয়ে বের হতে শুরু করে রক্ত। রক্তের ধারায় ভিজে যায় রুমাল, জামা। তড়িঘড়ি সম্মেলন থামিয়ে কেন্দ্রীয় মন্ত্রী এইচডি কুমারস্বামীকে (HD Kumaraswamy) নিয়ে যাওয়া হল হাসপাতালে। রবিবার বিকেলে বেঙ্গালুরুর (Bengaluru) একটি সাংবাদিক সম্মেলনে যোগ দেন তৃতীয় মোদী সরকারের ভারী শিল্প ও ইস্পাত দফতরের মন্ত্রী কুমারস্বামী। বক্তৃতা দেওয়ার সময়ে হঠাৎই তাঁর নাক থেকে গলগল করে রক্তের ধারা নেমে আসতে শুরু করে। রুমাল দিয়ে প্রথমে সেই রক্ত মুছে বক্তৃতা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন মন্ত্রী। কিন্তু রক্তক্ষরণ বাড়তেই থাকে। তাঁর সাদা জামায় জ্বলজ্বল করে রক্ত। হাতের রুমালটি ক্রমেই রক্তে ভিজে যায়। এরপর বাধ্য হয়ে বক্তৃতা থামাতে হয় তাঁকে। সাংবাদিক সম্মেলন থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কি কারণে কেন্দ্রীয় মন্ত্রীর নাক থেকে এমন রক্তক্ষরণ হল তা এখনও জানা যায়নি।

দেখুন... 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)