মঙ্গলবার বিকেলে উত্তর প্রদেশের হাথরাসে স্বঘোষিত এক ধর্মগুরুর ‘সৎসঙ্গ’ তথা ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বহু মানুষ। তাঁর বক্তব্য শেষ হতেই হুড়োহুড়ি লেগে যায় পায়ের ধুলো নেওয়ার জন্য। আর যার ফলে ঘটে যায় মারাত্মক ঘটনা। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় বহু মানুষের। ১০-২০ দিয়ে শুরু হলেও রাত বাড়তে বাড়তে মৃতের সংখ্যাও ছাড়িয়ে যায় ১০০। আজ সকাল অবধি মৃতের সংখ্যা পৌঁছেছে ১১৬-তে।
ঘটনার পর থেকে সেই ‘সাকার বিশ্ব হরি ভোলে বাবা’কে খুঁজছে পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ইতিমধ্যেই। পুলিশের অনুমান, ফুলরাই গ্রাম, অর্থাৎ যেখানে ওই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে, সেখান থেকে অন্তত ১০০ কিলোমিটার দূরে মাইনপুরীর আশ্রমে রয়েছেন ‘ভোলেবাবা’। তবে সেই স্বঘোষিত বাবার কোন দোষ নেই বলেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তাঁর অনুগামীরা। সুরজ পাল সিং ওরফে 'ভোলে বাবা'-এর অন্যতম এক অনুগামী বিক্রম সিং জানান- "তিনি 'বাবা' নন, তিনি এই মহাবিশ্বের স্রষ্টা 'শ্রী নারায়ণ হরি'। যা কিছু ঘটে তার পিছনে তিনিই একজন। গতকালের ঘটনার জন্য 'নারায়ণ হরি'-এর কোনো দোষ নেই" । দেখুন সেই ভিডিও-
VIDEO | Hathras Stampede: "He is not 'Baba', he is the creator of this universe 'Shri Narayan Hari'. He is the one behind everything that happens. For yesterday's incident, there is no fault of 'Narayan Hari'," says Vikram Singh, one of the followers of Suraj Pal Singh aka 'Bhole… pic.twitter.com/z6ajE5Lld9
— Press Trust of India (@PTI_News) July 3, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)