গাড়িতে জ্বালানি ভরাকে কেন্দ্র করে বচসা এবং তার থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়ল বেশ কয়েকজন যুবক। ঘটনাটি ঘটেছে গুরুগ্রামে। জানা গেছে, সিএনজি ভরানোকে কেন্দ্র করে বচসার সূত্রপাত। অভিযোগ, সিএনজি ভরানোর সময় পাম্পের কর্মচারীদের তরফে গাড়ির মালিককে বাইরে বেরিয়ে আসতে বললে গাড়ির চালক বাইরে বেরোতে অস্বীকার করে। যা থেকে শুরু হয় বচসা। এরপাশাপাশি জ্বালানীর দাম মেটাবার সময়ও পাম্প কর্মীদের সঙ্গে বচসা বাঁধে। যার ফলে দুপক্ষের মধ্যে পেট্রোল পাম্প চত্বরে হাতাহাতি শুরু হয়ে যায়।
পাম্প কর্মীদের মারধর করে পালানোর অভিযোগ ওঠে।যদিও ২ জনকে ধরে ফেলে পাম্প কর্মীরা।একজন পাম্প কর্মচারীকে মাথায় আঘাত করার ফলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। চালকেরা মদ্যপ অবস্থায় ছিলেন বলে জানিয়েছেন পাম্পের মালিক।সিসিটিভিতে ধরা পড়েছে ঘটনার ছবি।ঘটনার মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
Gurugram: Youths thrash CNG pump workers after argument over payment, two nabbed
Read : https://t.co/jhNbCG7zNy pic.twitter.com/wuOa5PVkQj
— IANS (@ians_india) August 31, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)