গুজরাটে মিলল সন্দেহজনক একটি নৌকা (Suspicious Boat)। গুজরাটের ভালসাড এবং জাফরাবাদের মাঝ বরাবর এলাকা থেকে সন্দেদহজনক নৌকাটিকে পড়ে থাকতে দেখা যায়। যে খবর পুলিশের কাছে পৌঁছতেই শুরু হয় তল্লাশি। জানা যায়, ভালসাড এবং জাফরাবাদের মাঝ থেকে যে নৌকাটিকে উদ্ধার করা হয়েছে, সেখানকার প্রত্যেকে ভালসাডের বাসিন্দা। তবে কী কারণে পরিত্যক্ত অবস্থায় নৌকাটিকে ফেলে রেখে, সেখানকার লোকজন পালিয়ে যায়, সে বিষয়ে শুরু হয়েছে তদন্ত। প্রসঙ্গত অপারেশন সিঁদূরের পর ভারতের যে সীমান্তবর্তী অঞ্চলগুলিকে পাকিস্তান নিশানা করে, তার মধ্যে ছিল গুজরাটও (Gujarat)। ভূজের একাধিক জায়গায় পাকিস্তানি ড্রোন উড়ে আসতে শুরু করে। ফলে নিরাপত্তাজনিত কারণে গুজরাটে যেমন ব্ল্যাকআউট করে দেওয়া হয়, তেমনি মানুষকে ঘরের বাইরে বেরোতেও নিষেধ করা হয় প্রশাসনের তরফে।
দেখুন ভালসাড এবং জাফরাবাদের মধ্যে পড়ে থাকা পরিত্যক্ত নৌকা...
#WATCH | Gujarat: A suspicious boat was found at the coast between Valsad and Jafrabad yesterday, 18th May.
Valsad SP Karanraj Vaghela says, "...This suspicious boat belongs to India and the people on the boat are Indians - residents of Valsad. Detailed questioning of these… pic.twitter.com/JLgHXpWnfL
— ANI (@ANI) May 19, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)