Death Sentence: গত বছর জানুয়ারিতে চণ্ডিগড়ে ৮ বছরের এক কন্য়া শিশুকে অপহরণ, ধর্ষণ ও খুন করে হীরালাল (গুড্ডু) নামের ৪১ বছরের এক ব্যক্তি। চণ্ডিগড়ের ফার্স্ট ট্র্যাক স্পেশাল কোর্ট ( Fast Track Special Court) সেই ধর্ষককে ফাঁসির আদেশ দিল। আট বছরের শিশুটি নিখোঁজ থাকার পর তার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়েছিল আস্তাকুঁড়ের মধ্যে থেকে। সিসি টিভি ফুটেজ থেকে অভিযুক্তকে শনাক্ত করে দেশজুড়ে তল্লাশী শুরু। কারণ সে খুন ধর্ষণ করে চণ্ডিগড় ছেড়ে পালায় সেটা নিশ্চিত হয়েছিলেন তদন্তকারীর। অনেক চেষ্টার পর সাতদিন পর বিহার থেকে ধর্ষণ, খুনে অভিযুক্ত হীরালাল-কে গ্রেফতার করা হয়েছিল। তার বাড়ি উত্তর প্রদেশের অযোধ্যায়।
বেশিরভাগ সময়ই মদ্যপ থাকতেন, ছবি আঁকতেন। ধর্ষণ-খুনে গ্রেফতারের পর জানা যায় অভিযুক্ত হীরালাল লুকিয়ে দুটি বিয়ে করেছেন। তার দুই স্ত্রী-র পাঁচটি সন্তান আছে। তাদের মধ্যে সবচেয়ে বড় সন্তান-১৩ বছরের মেয়ে। হীরালালের বাড়িতে বাচ্চা মেয়েটির জুতো উদ্ধার হয়। জেরায় হীরালাল স্বীকার করে নেয়, ধর্ষণের পর সে ৮ বছরের মেয়েটির গলা কেটে হত্য়া করে আস্তাকুড়ে ফেলে দেয়।
দেখুন খবরটি
Fast Track Special Court of Chandigarh awarded death sentence to Heera Lal Guddu, accused in 2024 case of rape and murder of an eight-year-old girl.
— ANI (@ANI) June 3, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)