আগামী ২২ জানুয়ারী অযোধ্যায় রাম জন্মভূমিতে রামলালার অভিষেক অনুষ্ঠান হতে চলেছে। পবিত্র অনুষ্ঠানটি সামনে আসার আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল পোস্ট দাবি করছে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া( RBI) ভগবান রামের ছবি সহ ৫০০ টাকার নতুন নোট ইস্যু করতে চলেছে। যেখানে মহাত্মা গান্ধীর পরিবর্তে ভগবান শ্রী রামের ছবি প্রদর্শিত হয়েছে। ভাইরাল পোস্টে দাবি করা হচ্ছে যে রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানের আগে সরকার নতুন সিরিজের নোট থেকে মহাত্মা গান্ধীর ছবি সরিয়ে তাতে শ্রী রামের ছবি বসানোর সিদ্ধান্ত নিয়েছে।
পোস্টটি ভাইরাল হতেই তার সত্যতা যাচাইয়ের করতে গিয়ে দেখা যায় যে রামের ছবির সঙ্গে ভাইরাল হওয়া ৫০০ টাকার নোটের ছবি এডিট করা এবং জাল। কারণ আমরা আরবিআই ওয়েবসাইটে এমন কোনো তথ্য পাইনি যে ব্যাঙ্ক নোটে কী কী পরিবর্তন করতে হবে, বা কোনও সংবাদ প্রতিবেদনেও এই তথ্য দেওয়া হয়নি।
এরপরেই সামনে আসে যে এই ছবিটি তৈরি করেছিলেন তাঁর পোস্ট। দেখুন সেই পোস্ট-
Someone has misused my creative work to spread misinformation on Twitter. I want to clarify that I do not support or own any of the misinformation they have attributed to my work. It's important to me that my creativity is not misrepresented in any way. #misinformation… pic.twitter.com/sHEmTlnR0m
— wHatNext 🚩 (@raghunmurthy07) January 17, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)