বিহারে ভোটের মুখে চরম অরাজকতা। বিহারে জঙ্গলরাজের অভিযোগ তোলা বিরোধী দলের সমর্থকের খুনের পর রাজ্য রাজনীতিতে ঝড় শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবার নীতীশ কুমার-লালুপ্রসাদ যাদবের রাজ্যে বিধানসভার প্রথম দফার ভোটগ্রহণ। তার আগে মোকামা জেলায় প্রকাশ্যে খুন, গুলি, নেতাদের গাড়িতে ইঁটবৃষ্টির মত ঘটনা। বৃহস্পতিবার সন্ধ্যায় জনসূরজ পার্টির প্রচার সেরে ফেরার পথে খুন হন প্রশান্ত কিশোরের দলের কর্মী দুলারচাঁদ যাদব। ১২ রাউন্ড গুলি বর্ষণ হয়। খুনের পর এদিন মোকামার রাস্তায় বন্দুক হাতে ঘুরতে দেখা গেল দুষ্কৃতীরা। গাড়ির কনভয়ের মাঝেই শোনা গেল গুলির আওয়াজ। দুলাল চাঁদের শেষকৃত্যকে ঘিরেও তৈরি হয়েছে উত্তেজনা।

গতকাল, বৃহস্পতিবার মোকামায় প্রকাশ্য দিবালোকে খুন করা হয় প্রশান্ত কিশোরের জনসূরজ পার্টির সমর্থক দুলারচাঁদ যাদবকে। ১২ রাউন্ড গুলির শেষে দেহ পড়ে থাকে ৭৫ বছরের দুলারচাঁদের। এই খুনে সরাসরি নাম জড়িয়েছে বিজেপি সমর্থিত জনতা দল ইউনাইটেড প্রার্থী অন্তত সিংয়ের। অনন্ত সিংয়ের এক আত্মীয়র বিরুদ্ধে এই খুনের মামলায় এফআইআর দায়েরও করা হয়েছে। খুন হওয়া দুলারচাঁদ একসময় লালু ও নীতীশের ঘনিষ্ঠ পাত্র ছিলেন। তবে এবার তিনি প্রশান্ত কিশোরের দলের হয়ে পরিশ্রম করছিলেন। কারণ মোকামায় এবার জনসূরজ পার্টির প্রার্থী হয়েছেন দুলারচাঁদের এক দূরসম্পর্কের আত্মীয়- নাম পীয়ুষ প্রিয়দর্শিনী।

দেখুন মোকামায় অশান্তির ভিডিও

দেখুন ভিডিও

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)