গ্যাংস্টার তথা রাজনীতিবিদ মুখতার আনসারির বেশ কিছু সম্পত্তি কিছুদিন আগেই বাজেয়াপ্ত করেছে ইডি। এবার তার সহযোগীর ওপর বিশেষ নজর ইডির। জিতেন্দ্র সাপ্রা, যিনি মুখতারের অন্যতম সহযোগী বলে পরিচিত। এবার তার প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করতে চলেছে ইডি।
এর জন্য গাজিপুর, দিল্লি এবং জালাউনে অবৈধ সম্পত্তির পরিমাণ খতিয়ে দেখছে ইডি। ২০২১ এ আর্থিক দুর্নীতির মামলায় মুখতারের নামের পাশাপাশি উঠে আসে আব্বাস এবং আতিফের নাম।পরবর্তী ক্ষেত্রে উঠে আসে সাপ্রার নাম। সূত্র থেকে জানা গেছে আনসারির চালিত সংস্থার অন্যতম পার্টনার ছিল জিতেন্দ্র। মউ আর্গানিক এক্সপোর্ট নামের এই সংস্থাতে আনসারির পাশাপাশি তার ছেলে আব্বাস আনসারি এবং উমর আনসারির নামও রয়েছে। এছাড়া বিকাশ কনস্ট্রাকশন নামের একটি সংস্থাতেও মুখতার আনসারি ,তার শ্বশুর জামসেদ আনসারি এবং আব্বাস আনসারি যুক্ত রয়েছেন।
#ED is preparing to attach property worth Rs 100 crore, acquired through illicit means, by Jitendra Sapra who is an aide of #MukhtarAnsari.
Sources said that the ED was scrutinising properties of Sapra in Ghazipur, Delhi and Jalaun.
Photo: File pic.twitter.com/P72x4wWbEp
— IANS (@ians_india) May 15, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)