অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বড় স্বস্তি দিল্লি আবগারি দুর্নীতি মামলায়। শুক্রবার সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রীর অন্তর্বতী জামিন মঞ্জুর হয়েছে। আগামী ১ জুন পর্যন্ত কেজরিওয়ালের এই অন্তর্বতী জামিন বহাল থাকবে। অর্থাৎ ১ জুন পর্যন্ত জেলের বাইরে থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী। আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যাতে জামিন না পান, তার জন্য চেষ্টা করা হয় ইডির তরফে। তবে শুক্রবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, আগামী ১ জুন পর্যন্ত অন্তর্বতী জামিন মঞ্জুর থাকবে দিল্লির মুখ্যমন্ত্রীর জন্য। প্রসঙ্গত আবগারি দুর্নীতি মামলায় বিআরএস নেত্রী কে কবিতা এখনও জামিন পাননি। তার আগেই ১ জুন পর্যন্ত জেলের বাইরে কেজরিওয়াল জেলের বাইরে থাকবেন বলে শীর্ষ আদালতের তরফে জানানো হয়। তবে ২ জুন কেজরিওয়ালকে আত্মসমর্পণ করতে হবে বলেও জানিয়ে দেয় শীর্ষ আদালত।
দেখুন ট্যুইট...
Delhi excise policy case: Supreme Court says it’s passing order on grant of interim bail to Delhi CM Arvind Kejriwal till June 1. pic.twitter.com/lyOLH8qGF1
— ANI (@ANI) May 10, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)