শেষ পর্যন্ত দিল্লি বিধানসভায় আজ, সোমবারই আস্থা ভোটে যাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর দলের বিধায়করা কেউ বিজেপি-তে যাননি, সেই জল্পনা থামাতেই কেজরি আস্থা ভোটে গেলেন। দিল্লির মুখ্যমন্ত্রী এবং আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল শুক্রবার আস্থা ভোটের প্রস্তাব করেছিলেন। তাঁর দাবি ছিল, বিরোধী দলের 'অপারেশন লোটাস' তার সরকার ফেলতে ব্যর্থ হয়েছে। সেটা প্রমাণ করতেই তিনি আস্থা ভোটে। কেজরির দাবি বিজেপি অনেক চেষ্টা করেও তাঁর দলের কোনও বিধায়কই ভাঙাতে পারেনি।
গত শুক্রবার কেজরি বলেছিলেন, "আমি বিধানসভায় আস্থা প্রস্তাব আনতে চাই যাতে মানুষ দেখে আমাদারে একজন বিধায়ক চলে যায়নি, বিজেপির অপারেশন লোটাস এখানে 'অপারেশন কিচার' হয়ে গিয়েছে’। দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই তল্লাশির পর থেকেই আপ শিবিরে ভাঙান ধরেছে বলে বিজেপি-র দাবি। ২০২০ দিল্লি বিধানসভায় ৭০টি আসনের মধ্যে আপ জিতেছিল ৬৭টি-তে, বিজেপি পায় মাত্র ৩টি-তে। আরও পড়ুন-বাড়ির মধ্যে বেআইনি ভিড় করে নামাজ পাঠ, মোরাদবাদ পুলিশের নিশানায় ২৬ জন
দেখুন টুইট
Delhi CM Arvind Kejriwal to move Confidence Motion in the Delhi Assembly today.
(File photo) pic.twitter.com/mAljyOwBVp
— ANI (@ANI) August 29, 2022
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)