আগামী শনিবার (২১ সেপ্টেম্বর) দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন আম আদমি পার্টি (আপ)-র পরিষদীয় নেত্রী অতিশী।অতীশির পাশাপাশি অন্যান্য নেতারাও মন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে জানানো হয়েছে আম আদমি পার্টি-র তরফে। সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছিল দিল্লির লেফ্‌টেন্যান্ট গভর্নর (উপরাজ্যপাল) ভিকে সাক্সেনার তরফে শনিবার শপথ গ্রহণের প্রস্তাব পাঠানো হয়েছিল। তাকেই মান্যতা দিয়েছে দল।

গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় দিল্লির লেফ্‌টেন্যান্ট গভর্নর সাক্সেনার সঙ্গে দেখা করে নিজের ইস্তফাপত্র তুলে দিয়েছিলেন অরবিন্দ কেজরীওয়াল। তাঁর সঙ্গেই ভিকে  সাক্সেনার কাছে গিয়ে দিল্লিতে নতুন সরকার গড়ার দাবি জানিয়েছিলেন আপের নবনির্বাচিত পরিষদীয় নেতা অতিশী।

 

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)