কলকাতার গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার ঘটনার রেশ কাটার আগেই রাজধানীতে ভেঙে পড়ল একটিপুরনো বাড়ির একাংশ। দুর্ঘটনাটি ঘটেছে দিল্লির কবীর নগরের ওয়েলকাম এলাকায়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনে। রাত থেকেই শুরু হয়েছে উদ্ধারকাজ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তবে বাড়ির নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে দুইজনের। গুরুতর আহত আরও কয়েকজন।
দিল্লি উত্তর পূর্বের ডিসিপি জয় টিরকে জানিয়েছেন, রাত ২টো ১৬ মিনিট নাগাদ কবীর নগরে একটি দোতলা বাড়ি ভেঙে পড়ার খবর আসে। সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু করা হয়। ঘটনাস্থল থেকে দুই শ্রমিক আরশাদ (৩০) ও তৌহিদকে (২০) জিটিবি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। উদ্ধার হওয়া অপর শ্রমিক রেহান (২২) এর অবস্থা আশঙ্কাজনক। কীভাবে ওই বাড়ি ভেঙে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর যথাযথ আইনি পদক্ষেপ করা হবে বাড়ি মালিকের বিরুদ্ধে। জানা গেছে ভেঙে পড়া দোতলা বাড়িটির নীচের তলায় ছিল জিন্স তৈরির কারখানা। যেখানে শ্রমিকরা কাজ করতেন তার উপরের তলটি ফাঁকা ছিল। রাতে কাজ সেরে কারখানাতেই ঘুমোচ্ছিলেন ওই শ্রমিকরা। সেই সময়ে আচমকা বাড়িটি ভেঙে পড়ে এবং ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান তারা।
#WATCH | Delhi: At around 2:16 am, a call was received regarding the collapse of a two-storey, old construction building in Kabir Nagar, Welcome. Two workers Arshad (30) and Tauhid (20) were declared dead at GTB Hospital while another worker Rehan (22) is critical and is being… pic.twitter.com/2Zjw6WmgMo
— ANI (@ANI) March 21, 2024
#WATCH | Delhi: Morning visuals from the spot in Kabir Nagar, Welcome where a two-storey, old construction building collapsed at around 2:16 am today.
Two workers, Arshad (30) and Tauhid (20) were declared dead at GTB Hospital while another worker Rehan (22) is critical and is… pic.twitter.com/qBMXjkUcD6
— ANI (@ANI) March 21, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)