রাজধানীর বাতাসে গেরুয়া ঝড়ের পূর্বাভাস। সেই খবর কানে যেতেই দিল্লির সদর দফতরে ভিড় জমাতে শুরু করলেন বিজেপি সমর্থকরা। আপাতত যা ট্রেন্ড তাতে পদ্মশিবিরই সরকার গড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। তবে ২৭ বছর পরে বিজেপির দিল্লির গদিতে প্রত্যাবর্তনে অন্যতম ‘ফ্যাক্টর’ হয়ে উঠছে কংগ্রেস!
#WATCH | Delhi | BJP supporters gather outside the party's office as official trends of #DelhiElectionResults indicating BJP's comeback in the National Capital
BJP is leading in 41 seats; AAP in 29; as per Election Commission trends pic.twitter.com/16GsvmqR5p
— ANI (@ANI) February 8, 2025
আপ ও কংগ্রেসের মধ্যে জোট না হওয়ায় ইন্ডিয়া জোটের মধ্যে ফাটল ধরে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছিল, কংগ্রেস হয়তো জোট বাঁধবে আপের সঙ্গে। কিন্তু খোদ কেজরিই এক্স হ্যান্ডলে লেখেন, ‘আম আদমি পার্টি দিল্লির এই নির্বাচনে নিজের শক্তি অনুযায়ী একলাই লড়বে। কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার কোনও সম্ভাবনাই নেই।’ শেষপর্যন্ত তাই হয়। আপ একা লড়ার সিদ্ধান্ত নেয়। একই সম্ভাবনা তৈরি হয়েছিল হরিয়ানাতেও। সেখানেও ঝাড়ু শিবির ও হাত শিবিরের জোট বাঁধার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত তারা আলাদা আলাদা করেই লড়ে ভোটে। আর সেক্ষেত্রে বহু কেন্দ্রে কংগ্রেসের ভোট কেটে নেয় আপ। দিল্লিতে এবার হাত শিবির সেভাবেই ‘বদলা’ নিচ্ছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)