ভারতে বেশ কিছু দিন ধরে বেড়েই চলেছে করোনা-আক্রান্তের সংখ্যা।মাত্র ৩ দিনের মধ্যে দেশে কোভিড (COVID 19 In India) আক্রান্তের সংখ্যা ৩ হাজার থেকে ৪ হাজারের ঘরে পৌঁছে গিয়েছে বলে খবর। বুধবার সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৩০২। দিল্লি, উত্তর প্রদেশ, গুজরাট ও পশ্চিমবঙ্গে বেড়েছে আক্রান্তের সংখ্যা।
গত ২৪ ঘণ্টায় করোনা (COVID 19)-য় আক্রান্ত হয়েছেন ২৭৬ জন, এর ফলে মোট সংক্ৰমণ বেড়ে হয়েছে ৪,৩০২। এর মধ্যে ৩,২৮১ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। কোভিড-১৯ এ আক্রান্ত ৭ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুসারে, পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় ৬০ জন নতুন করে আক্রান্তের খবর পাওয়া গেলেও, উত্তর প্রদেশ, গুজরাট এবং দিল্লিতে যথাক্রমে ৬৩ ও ৬৪ জনের নতুন সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। তবে সংক্রমণে এখনও প্রথম স্থানে রয়েছে কেরল।কেরলে আক্রান্তের সংখ্যা ১৩৭৩ জন। তার ঠিক পরেই আছে মহারাষ্ট্র। সেই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৫১০ জন।
COVID-19 update as on 4th June 2025.#covid19 pic.twitter.com/pGBvMZZwNh
— Akash Sharma (@kaidensharmaa) June 4, 2025
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে গোটা দেশে ৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। যার মধ্যে একজন তামিল নাড়ুর বাসিন্দা, বাকি ৪ জন মহারাষ্ট্রের এবং বাকি দুজন দিল্লি ও গুজরাটের বাসিন্দা।
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)