গত ২০২১ সালে ২৬ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত গোয়ায় ছুটি কাটাতে ১০৪৩২ টাকা দিয়ে ওয়েবসাইটের মাধ্যমে হোটেল বুক করেছিলেন বিনীত মারওয়াহার নামে এক ব্যক্তিন। এরপর হঠাৎই বুকিং থাকা স্বত্তেও হোটেল বুকিং বাতিল করে দেওয়া হয়। এই ঘটনার বিরুদ্ধে ওয়ো রুম ও মেক মাই ট্রিপ কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন তিনি । ঘটনার তদন্তের পর চণ্ডীগড়ের ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপিউটস রিড্রেসাল কমিশন-I বিনীত মারওয়াহার পক্ষে রায় দিয়েছে এবং আদালত জানিয়েছে অভিযোগকারী অগ্রিম অর্থপ্রদান করা সত্ত্বেও, তার হোটেল বুকিং বাতিল করার জন্য মেক মাই ট্রিপ( MakeMyTrip) ও ওয়ো রুম ( OYO Room) এবং গোয়ার একটি হোটেলকে ক্ষতিপূরণ বাবদ ৪২০০০টাকা ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছে।
Consumer Court orders MakeMyTrip, OYO to pay ₹42k to customer for last minute cancellation of Goa hotel bookinghttps://t.co/pmiGVV5mFz
— Bar & Bench (@barandbench) November 3, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)