লোকালয়ে ঢুকে পড়ল সাম্বর হরিণ। ঘটনাটি ঘটেছে চণ্ডিগড়ে (Chandigarh)। সেখানকার বন্য দফতরের তরফে সোমবার উদ্ধার করা হয় সাম্বর হরিণটিকে। এই বিষয়ে মুখ্য ওয়াইল্ড লাইফ ওয়াডেন, টিসি নুটিয়াল জানিয়েছেন, একটি চার অথবা পাঁচ বরের সাম্বর হরিণ চন্ডিগড়ের লোকালয়ে ঢুকে পড়ে। লোকালয়ে জন্তুটির প্রবেশ আতঙ্কের সৃষ্টি করে কেননা হরিণটির মাথায় বড় সিং ছিল।
বন দফতরের তরফে জানানো হয়েছে যে বন্য জন্তুটি পথ হারিয়ে লোকালয়ে ঢুকে পড়েছিল। যদিও সাম্বর হরিণের লোকালয়ে আসার ঘটনা একেবারেই বিরল বলে জানাচ্ছেন আধিকারিকেরা।
তবে এটিই প্রথম নয়, এর আগেও বন্য জন্তুর সঙ্গে লোকালয়ে মুখোমুখি হয়েছে মানুষ। জানুয়ারীতে মধ্যপ্রদেশের কাটনিতে (Katni) এরকম একটি সাম্বর হরিণ ঢুকে পড়ে বাড়িতে। যদিও বনদফতরের তৎপরতায় হরিণটিকে উদ্ধার করা হয়।
Sambar deer strays into Chandigarh residential area, rescued by forest officials
Read @ANI Story | https://t.co/s4HsopaONQ#SambarDeer #Chandigarh #ForestOfficials pic.twitter.com/C6vXem6DGZ
— ANI Digital (@ani_digital) February 5, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)