এবার NCERT-র পাঠ্য বইয়ে পড়ানো হবে ভগবত গীতা (Bhagabad Gita)। ষষ্ঠ এবং সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ে পড়ানো হবে শ্রীমদ ভগবত গীতা। পাশাপাশি নবম এবং দশম শ্রেণিতে ভগবত গীতার যে সংস্কৃত শ্লোক রয়েছে, তা পড়ানো হবে। সোমবার লোকসভায় এমনই জানানো হয়। কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী জানান, ইন্ডিয়ান নলেজ সিসটেম ডিভিশনে এবার থেকে শ্রীমদ ভগবত গীতা পড়ানো হবে। কেন্দ্রীয় সরকারের তরফে এ বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করে তবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের স্বাধীনতা সংগ্রামীদের জীবন নিয়ে যেমন পাঠ্যবইয়ে আলোকপাত করা হয়, তেমনি এবার ভারতীয় কৃষ্টি এবং সংস্কৃতিকে প্রত্যেকের মনে গেঁথে দিতে ভগবত গীতা পড়ানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও কবে থেকে NCERT-র পাঠ্যবইয়ের অন্তর্ভুক্ত করা হবে ভগবত গীতাকে, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

আরও পড়ুন: Bhagavad Gita: ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সিলেবাসে পড়ানো হবে ভগবত গীতা, সিদ্ধান্ত গুজরাট সরকারের

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)