আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে সিবিএসই–র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। আজ সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)–র তরফে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা সূচি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দশম শ্রেণির পরীক্ষা চলবে ১৮ মার্চ অবধি এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা চলবে ৪ এপ্রিল অবধি। সিবিএসই–র দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে ইংরেজি দিয়ে। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় প্রথম বিষয় হবে এনট্রোপ্রনওরশিপ।সকাল সাড়ে ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর দেড়টা পর্যন্ত।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে দশম শ্রেণির প্র্যাক্টিকাল পরীক্ষা শুরু হবে। দ্বাদশ শ্রেণির প্র্যাক্টিকাল পরীক্ষা হবে ১৫ ফেব্রুয়ারি থেকে। এবারের প্র্যাক্টিকাল পরীক্ষা স্কুলে হলেও, দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বাইরে থেকে পরীক্ষক বা পরিদর্শক আসবেন। তব দশম শ্রেণির পরীক্ষা স্কুলের শিক্ষক–শিক্ষিকাদের উপস্থিতিতেই হবে। বোর্ডের তরফে জানানো হয়েছে, এই প্রথম পরীক্ষার ৮৬ দিন আগেই দিনক্ষণ ঘোষণা করা হল। স্কুলগুলি সময়মতো পরীক্ষার্থীদের তথ্য জমা দেওয়ার কারণেই আগেভাগে দিনক্ষণ ঘোষণা করা সম্ভব হয়েছে। এর ফলে পড়ুয়াদের প্রস্তুতি নিতেও হবে সুবিধা।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)