উত্তর-পূর্ব ভারতে শুরু হয়েছে প্রবল ঝড়বৃষ্টি। অসম, মেঘালয়, মিজোরামের একাধিক জেলায় ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। লাগাতার বৃষ্টির জেরে পাহাড়ি এলাকা হচ্ছে ভূমি ধস, হরপা বান। এখনও পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগের জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩০ জনের। এরমধ্যে মিজোরামের লাংটলাইতে (Lawngtlai) ভূমিধসের জেরে ভেঙে পড়ল বাড়ি। ঘটনাস্থলে এসেছে স্থানীয় প্রশাসন, দমকল বাহিনী, বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। দুর্ঘটনায় হতাহতের সম্ভাবনা রয়েছে। ফলে তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু হয়েছে। প্রসঙ্গত, গতকাল থেকে লাংটলাইতে শুরু হয়েছে ভূমিধসের ঘটনা। এখনও পর্যন্ত ৫টি বাড়ি, একটি হোটেল ধূলিসাৎ হয়ে গিয়েছে। যার জেরে মৃত্যু সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।

দেখুন ভিডিয়ো

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)