আগামী ১ অক্টোবর জম্মু-কাশ্মীরে তৃতীয় দফার নির্বাচন। আর শেষদফার নির্বাচনের কোমর বেধে নির্বাচনী প্রচারে নেমে পড়েছে বিজেপি, কংগ্রেস, পিডিপি, এনসি সহ একাধিক দল। শুক্রবার এনসি নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah) বলেন, বিজেপি সরকার তো সব রাজ্যকেই সমানভাবে দেখে। তাহলে ৩৭০ যখন জম্মু-কাশ্মীরে থেকে সরানো হয়েছে. তখন বাকি রাজ্যগুলি থেকেও এই বিধি তুলে দেওয়া উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন আস্তে আস্তে নাকি আইন সরানো হবে। কিন্তু সেটা কবে হবে? উনি আগেও এই ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু কোনও লাভ হয়নি। আসলে মিথ্য ও প্রতারণা বাদে বিজেপি রাজনীতি করতে পারে না। বিগত ১০ বছর ধরে অনেক প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু কোনকিছুই পূরণ করতে পারেনি।
#WATCH | Jammu: JKNC vice president & party's candidate from Ganderbal & Budgam, Omar Abdullah says, " ...BJP don't know how to do politics without lying and cheating. They have nothing to say about the last 10 years, therefore they are trying to cheat people" pic.twitter.com/7xs47moeeL
— ANI (@ANI) September 27, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)