মহাকালেশ্বর মন্দিরে (Mahakaleshwar Temple) ঢুকতে বাধা দেওয়া হল নয়না এবং অর্পিতকে। জনপ্রিয় কনটেন্ট ক্রিয়টর নয়না এবং অর্পিত যখন মহাকালেশ্বর মন্দিরে ঢুকতে যান, সেই সময় তাঁদের হাতে মোবাইল দেখে প্রবেশে বাধা দেওয়া হয়। সেই সময় নয়না এবং অর্পিত প্রশ্ন তোলেন, কেন তাঁদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। ফোন থাকলেও তাঁরা কোনও শ্যুট করছেন না, ফলে কেন তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে বলে প্রশ্ন তোলেন তাঁরা। যা শুনে মহাকালেশ্বর মন্দিরের যে নিরাপত্তারক্ষীরা ছিলেন, তাঁরা নয়না এবং অর্পিতদের মন্দির থেকে দূরে সরিয়ে সার্ভার রুমে নিয়ে যান। আর সেখানে তাঁদের বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয় বলে অভিযোগ করেন ওই দম্পতি। শুধু তাই নয়, যাঁরা ভিআইপি লাইনে দাঁড়িয়ে, তাঁদের হাতে মোবাইল থাকা সত্ত্বেও কেন তাঁদের কিছু বলা হচ্ছে না বলে প্রশ্ন তোলেন তাঁরা। এরপরই নয়না এবং অর্পিত বিষয়টি নিয়ে সরব হন এবং নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে ভিডিয়োর প্রকাশ করে প্রশ্ন তুলতে শুরু করেন। ভিআইপি লাইনে যাঁরা দাঁড়িয়ে থাকেন, তাঁদেরকে কেন আলাদা করে দেখা হয় বলেও প্রশ্ন তোলেন এই জুটি।

দেখুন কী বললেন নয়া এবং অর্পিত নামের এই জুটি...

 

 

View this post on Instagram

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)