পুলিশের (Police) লকআপ ভেঙে পালাল প্রেমিক। ২৮ বছরের নীতিশকে যখন থানায় ধরে আনা হয়, সেই সময় তাঁর প্রেমিকাও সঙ্গে ছিলেন। বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে প্রেমিকার সঙ্গে সহবাসের অভিযোগে বিহারের (Bihar) সীতামারির নীতিশকে থানায় ধরে আনা হয়। নীতিশ প্রায় আড়াই বছর ধরে তাঁর বান্ধবীকে বিয়ের কথা বলছিলেন। বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে নীতিশ একাধিকবার বান্ধবীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এসবের মাঝেই নীতিশ বিয়ে করতে অস্বীকার করলে, তাঁর বান্ধবী ধরে বেঁধে আনেন তাঁকে। এরপর নীতিশকে নিয়ে তাঁর বান্ধবী থানায় হাজির হন এবং অভিযোগ দায়ের করেন। বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে নীতিশ তাঁকে হোটেলে নিয়ে গেলে, সেখান থেকেই পালান বলে তাঁর বান্ধবীর অভিযোগ। যার জেরে পুলিশ নীতিশকে আটক করে লকআপে ভরে। পুলিশের নজরদারিতে থাকতেই নীতিশ ঘরের ঘুলঘুলি ভেঙে সেখান থেকে চম্পট দেন। পুলিশের নজরদারি থাকা অবস্থায় নীতিশ কীভাবে সেখান থেকে পালিয়ে গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। পাশাপাশি পুলিশের নজরদারির অভাব রয়েছে বলেও করা হয় অভিযোগ।
আরও পড়ুন: Jharkhand Shocker: প্রচণ্ড শীতে মণ্ডপে কাঁপছে বর, মাথা ঘুরে পড়ে যেতেই বিয়ে বাতিল করল কনে
পুলিশের লকআপ ভেঙে পাললেন যুবক। বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগেই পুলিশ আটক করে তাঁকে...
वेंटिलेटर तोड़कर लॉकअप से भागा प्रेमी:प्रेमिका बोली-पटना के होटल में 4 दिन तक संबंध बनाए, लड़की का आरोप है कि नीतीश शादी का झांसा देकर बार-बार उसके साथ शारीरिक संबंध बनाता था। वीडियो बनाने पर महिला पत्रकार के साथ बदसलूकी #Bihar #BiharNews #Sitamadhi pic.twitter.com/WuCZXNUnVr
— FirstBiharJharkhand (@firstbiharnews) December 19, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)