বিহারের অন্যান্য জেলার মতো একাধিক বিস্তীর্ণ এলাকা বন্যার কবলে। যমুনা ও চম্বল নদীর জল উপচে গ্রাস করেছে চাষের জমি। বুধবার প্রশাসনের সূত্রে জানা গেছে , অন্তত ২০টি গ্রামে প্রায় ২৭০ হেক্টর জমির ফসল পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। বাজরা, ধান সহ মৌসুমি ফসলের গোড়া পর্যন্ত ডুবে যাওয়ায় কার্যত মাথায় হাত কৃষকদের।
ক্ষতিগ্রস্ত গ্রামগুলির মধ্যে সিকরোড়ি, জুহিখা, গুঞ্জ, ততারপুর, ফরিহা, অসেবা, জাজপুর ও বডেরা-র নাম উঠে এসেছে। কোথাও এখনও জল দাঁড়িয়ে, কোথাও আবার জমে আছে কাদা ও বালির স্তর। ফলে নতুন করে চাষ করা কার্যত অসম্ভব হয়ে উঠেছে। চাষিরা এখন নিজেরাই জল বের করার চেষ্টা করছেন। কিন্তু সরকারি সাহায্য এখনও অধরা বলেই স্থানীয়দের অভিযোগ।ক্ষতিগ্রস্ত চাষিরা বলছেন, "ফসল গিয়েছে, এবার না খেয়ে থাকতে হবে।" দ্রুত ক্ষতিপূরণ ও বিকল্প জীবিকার দাবি জানাচ্ছেন তাঁরা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ক্ষয়ক্ষতির নিরিখে জরিপ শুরু হয়েছে।
বিহারে বন্যা পরিস্থিতিঃ-
#WATCH | | Residential areas flooded and roads submerged in Patna as the River Ganga and River Sone overflow following incessant heavy rainfall in the city.
Visuals from Danapur pic.twitter.com/qYaGcmiExW
— ANI (@ANI) August 6, 2025
বন্যা পরিস্থিতি নিয়ে মহকুমা কর্মকর্তা দিব্যা শক্তি বলেন, "আমরা ক্রমবর্ধমান জলস্তরের উপর নজর রাখছি এবং সমস্ত ত্রাণ কেন্দ্রে প্রাথমিক সুযোগ-সুবিধা প্রস্তুত রেখেছি। যারা তাদের বাড়িঘর ছেড়ে যেতে চান তাদের জন্য নৌকার ব্যবস্থা করা হয়েছে... মানের গান্ধী পার্কে গবাদি পশুদের জন্য চিহ্নিত করা হয়েছে এবং পশুখাদ্যও সরবরাহ করা হচ্ছে... গ্রামে জল প্রবেশের কোনও খবর নেই... আমরা দানাপুরের স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করছি..."
কী বললেন মহকুমা কর্মকর্তা দিব্যা শক্তিঃ-
#WATCH | Bihar | Subdivision Officer Divya Shakti says, "We are monitoring the rising water level and we have prepared the basic facilities in all the relief centres. Boats have been arranged for the people who want to move out of their homes... Gandhi Park in Maner has been… https://t.co/BSntiVtNf2 pic.twitter.com/WSXf4HqyTB
— ANI (@ANI) August 6, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)