বিজেপিতে যোগ দিলেন মৈথিলী ঠাকুর (Maithili Thakur)। বিহার নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিলেন গায়িকা। বিহারের বিজেপি সভাপতি দিলীপ জয়সওয়ালের হাজিরায় মঙ্গলবার গেরুয়া শিবিরে যোগ দেন মৈথিলী। পাটনায় ছিল মৈথিলী ঠাকুরের বিজেপিতে যোগদানের পালা। আর সেখানেই তিনি গেরুয়া শিবিরে যোগ দেন।

মৈথিলী বলেন, 'এনডিএ-র হাত ধরে বিহারে যে উন্নয়ন হয়েছে, তা আমি দেখেছি। তবে শুধু ভোটে লড়াই করা আমার কাজ নয়।' দল যা বলবে, সেই অনুযায়ী তিনি কাজ করবেন বলে জানান মৈথিলী ঠাকুর।

মৈথিলী বিহারের কোন আসন থেকে লড়বেন, তা এখনও স্থির হয়নি। তবে এর আগে মৈথিলীর যখন বিজেপিতে যোগদানের সম্ভাবনা প্রবল হয়, সেই সময়ও তিনি মুখে খোলেন। গায়িকা জানান, তাঁর ঠাকুমার (বাবার মা) গ্রাম হল মধুবনী। দিদার (মায়ের মা) গ্রাম দ্বারভাঙা। এই দুই জায়গার মানুষই তাঁকে স্নেহ করেন সমভাবে। তাই তিনি কোন আসন থেকে লড়বেন, সে বিষয়ে বিজেপিই সিদ্ধান্ত নেবে বলে জানান মৈথিলী ঠাকুর।

মঙ্গলবারই বিজেপিতে যোগ দেন মৈথিলী ঠাকুর...

 

 

প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মৈথিলী ঠাকুর...

 

View this post on Instagram

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)