বিয়ের সব সাজগোজ করে বিয়ে থেকে পালিয়ে আসা বরকে ২০ কিলোমিটার পর্যন্ত তাড়া করে ফের 'মণ্ডপ'-এ নিয়ে যান উত্তরপ্রদেশের বরেলির এক কন্যা। প্রায় আড়াই বছরেরও বেশি সময় ধরে বদায়ুন জেলার বাসিন্দা ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল ওই তরুণীর। অবশেষে পরিবার-পরিজনদের অনেক কথাবার্তার পর বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়। সিদ্ধান্ত হয়, আগামী রবিবার ভূতেশ্বর নাথ মন্দিরেই বিয়ে হবে দু'জনের। তবে বিয়ের দিন বরপক্ষ দীর্ঘক্ষণ মণ্ডপে না পৌঁছলে বিষয়টি সন্দেহজনক মোড় নেয়। কনে হবু বরকে ফোন করলে জানায়, মাকে নিতে বুদয়ানের দিকে যাচ্ছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গেই কনের সন্দেহ হয় এবং এক মুহূর্তও সময় নষ্ট না করে তাকে তাড়া করে বেরিলি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ভীমোরা থানার কাছে বাসে ওঠার সময় তাকে ধরে ফেলেন তিনি।

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)