Cash Found on Sabarmati Express: উত্তর প্রদেশের বালিয়া (Ballia)-য় চাঞ্চল্যকর ঘটনা। সবরমতি এক্সপ্রেসের 19615 নম্বর ট্রেনে এক যাত্রীর ব্যাগ থেকে নগদ ১ কোটি ৮০ লক্ষ টাকা উদ্ধার করল রেল পুলিশ। ট্রেনটি (Train number 19165, traveling from Darbhanga to Ahmedabad via Ballia) দ্বারভাঙা থেকে আমেদাবাদ যাচ্ছিল। এসি কোচে (A2) আরামে সফর করছিলেন সেই ব্যক্তি। বিপুল নগদ নিয়ে ধরা পড়া যাত্রীটি বিহারের ঝাঁসি থেকে ছাপরা যাচ্ছিল। কী কারণে এত টাকা সে নিয়ে যাচ্ছিল, তার কোনও যুক্তিগ্রাহ্য কারণ সে দেখাতে পারেনি। দুটি ট্রলি ব্যাগের মধ্যে ১ কোটি ৮০ লক্ষ টাকা রাখা ছিল। আয়কর দফতরকে ডেকে এনে তদন্ত শুরু হয়েছে।
এখনও পর্যন্ত জানা গিয়েছে ট্রেনে তল্লাশিতে গিয়ে সেই মাঝবয়সী ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হয় রেল পুলিশের। এরপর তার দুটি ট্রলি ব্যাগ থেকে বের হতে থাকা নগদ টাকা। ব্যাগের কাপড়ের তলায় একেবারে বান্ডিল বান্ডিল টাকা বের হতে থাকে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে সে এত টাকা নিয়ে যাচ্ছিল তা পরিষ্কার নয়।
#WATCH | Ballia, Uttar Pradesh: Cash amounting to 1 crore 80 lakhs was recovered from a passenger on the Sabarmati Express train.
(Visuals Source: GRP) pic.twitter.com/6rxKLbgUGK
— ANI (@ANI) July 22, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)