বুকে চাপা থাকা ব্যথা নিয়েই প্রয়াত হলেন বানারসী লাল চাওলা (Banarasi Lal Chawla)। তাঁর মেয়ে হলেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী প্রয়াত কল্পনা চাওলা (Kalpana Chawla)। মঙ্গলবার সকালে হরিয়ানার কার্নেলের অমৃতধারা হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন কল্পনা চাওলার বাবা। ক দিন আগে তাঁকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তাঁর শেষ ইচ্ছাকে সম্মান জানিয়ে কল্পনা চাওলার বাবা-র দেহদান করা হয়।
২০০৩ সালের পয়লা ফেব্রুয়ারি কলম্বিয়া স্পেস শাটল দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারী কল্পনা চাওলার। মহাকাশ যাত্রা সেরে ফেরার পথে অবতরণের জন্য নির্দিষ্ট সময়ের জন্য মাত্র ১৬ মিনিট আগেই ভেঙে পড়ে৷ কল্পনা চাওলার মৃত্যু নিয়ে কয়েক বছর আগে তাঁর বাবা বানারসী লাল চাওলা বলেছিলেন, "মেয়েটা আর ফিরল না। এই বুকে চাপা ব্যথাটা নিয়েই আমায় দুনিয়া ছাড়তে হবে এটাই সবচেয়ে বেদনার।"
দেখুন ছবিতে
Astronaut Kalpana Chawla’s father passes away at 90https://t.co/KsGdL14WFJ pic.twitter.com/NX2kV1WEiY
— Hindustan Times (@HindustanTimes) October 3, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)