প্রধানমন্ত্রীত্ব নিয়ে রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমন করলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা। নালন্দা বিশ্ববিদ্যালয়ে বৈশালী মহোৎসবে অনুষ্ঠানে যোগ দিয়ে ইন্ডিয়া মহাজোট এবং রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমন করেন হেমন্ত বিশ্বশর্মা।

তিনি জানান, রাহুল গান্ধী যদি প্রধানমন্ত্রী হতে চান তাহলে তাঁকে চাঁদে বা সূর্যে যেতে হবে। ইন্ডিয়া মহাজোট গঠন হওয়ার পর থেকে বিজেপির পক্ষ থেকে বিভিন্ন ভাবে আক্রমন ধেয়ে এসেছে বিরোধী শিবিরে। প্রধানমন্ত্রী হওয়া নিয়েও বিজেপি শিবির থেকে কটাক্ষের সুর ছোড়া হয়েছে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই বিরোধী শিবিরকে বিভিন্ন ভাবে কটাক্ষ করেছেন। সামনেই লোকসভা নির্বাচন তার আগে দুপক্ষের মধ্যেই কাদা ছোড়াছুড়ির পর্ব ইতিমধ্যেই শুরু হয়েছে গিয়েছে।

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)