দীর্ঘ ১৫ মাসের অপেক্ষার পর অবশেষে ভারতীয় সেনার হাতে এল ‘উড়ন্ত ট্যাঙ্ক’ নামে পরিচিত অ্যাপাচে কপ্টার (Apache Helicopter)। মঙ্গলবার তিনটি অ্যাপাচে কপ্টার নিয়ে উত্তরপ্রদেশের হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে অবতরণ করে মার্কিন পরিবহণ বিমান। এই নিয়ে ভারতীয় সেনায় অন্তর্ভুক্ত হল ২৫টি অ্যাপাচে।
উল্লেখ্য ২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ৬টি অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার কেনার জন্য ৬০০ মিলিয়ন মার্কিন ডলারের (ভারতীয় মুদ্রায় ৫ হাজার কোটিরও বেশি) চুক্তি করেছিল ভারতীয় সেনাবাহিনী (Indian Army)। চুক্তি অনুযায়ী বাকি ৩টি কপ্টার চলতি বছরের শেষের দিকে ভারতের হাতে তুলে দেবে আমেরিকা।এর আগে ভারতীয় বিমান বাহিনী (Indian Air Force) ২০১৫ সালে মার্কিন সরকার (US Govt) এবং বোয়িংয়ের সঙ্গে একটি চুক্তির আওতায় ২২টি অ্যাপাচে হেলিকপ্টার কিনেছিল।
Milestone moment for Indian Army as the first batch of Apache helicopters for Army Aviation arrive today in India.
These state-of-the-art platforms will bolster the operational capabilities of the Indian Army significantly.
(Source: Third Party) pic.twitter.com/3cn9hNxFkE
— Press Trust of India (@PTI_News) July 22, 2025
এই অত্যাধুনিক অ্যাপাচে কপ্টারগুলিতে হেলফায়ার ক্ষেপণাস্ত্র এবং রকেটের পাশাপাশি রয়েছে ৩০ এমএম অটোক্যানন। এই অটোক্যানন দুমিনিটে ১২০০ রাউন্ড গুলি ছুড়তে সক্ষম। প্রয়োজনে ১ মিনিটের মধ্যে ২৮০০ ফুট উচ্চতায় উঠে যেতে পারে এই কপ্টারগুলি। অ্যাপাচে এএইচ-৬৪ই হেলিকপ্টারগুলি তাদের ক্ষিপ্রতা, ফায়ারপাওয়ার এবং উন্নত টার্গেটিং সিস্টেমের জন্য পরিচিত। ফলত এই কপ্টারগুলিকে ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রাগারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবেই দেখা হচ্ছে।
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)