উবেরে উঠে মহাবিপদে পড়লেন এক পরিবার। নয়ডা (Noida) থেকে দিল্লি (Delhi) যাওয়ার সময় এক পরিবারের সঙ্গে যা হল, তা দেখে শিউরে উঠতে হয়। নয়ডা থেকে দিল্লিতে যাওয়ার সময় এক পরিবার উবের (Uber Ride Video) বুক করে। গাড়িতে ওঠার পর মাঝ রাস্তায় তাঁদের পুলিশ থামায়। উবেরের যা চালক ছিলেন, তাঁর গাড়ির সমস্ত কাগজপত্র বৈধ ছিল না। ফলে বার বার গাড়ি দাঁড় করানোর কথা বললেও, তিনি হু হু করে চালাতে থাকেন। কোনওভাবে গাড়ি দাঁড় করাননি। পুলিশের নিষেধ সত্ত্বেও ওই চালক দূরন্ত গতিতে গাড়ি চালাতে থাকেন। যা দেখে ভয় পেয়ে যান গাড়ির ভিতরে থাকা পরিবার। চালক যাতে গাড়ি দাঁড় করান, সেই অনুরোধ করেন তাঁরা বার বার জানাতে শুরু করেন। অনুনয় বিনয় করেও তাঁরা কোনও ফল পাননি। এরপরই ওই দম্পতির ছোট বাচ্চাটি কান্নাকাটি জুড়ে দেয় ভয়ে। তবে গাড়ির চালক কারও কথা না শুনে, চার চাকা ছোটাতে থাকেন। এমনই একটি ভয়াবহ ভিডিয়ো সামনে আসে। যেখানে উবেরের চালক কারও কোনও কথা না শুনেই গাড়ি চালাতে শুরু করেন।
আরও পড়ুন: Viral Video: সোনা গলিয়ে টাকা ফেরাচ্ছে এটিএম, কড়কড়ে নোট চলে যাচ্ছে আপনার অ্যাকাউন্টে, ভাইরাল ভিডিয়ো
দেখুন সেই ভিডিয়ো যখন অনুনয় বিনয় করেও ওই পরিবারটি মুক্তি পায়নি...
A family traveling from Noida to Delhi in an Uber was signaled to stop by police at a checkpoint. But the driver, whose documents were incomplete, refused to stop. The family, in tears, kept pleading for him to halt, but he didn't budge.
— Ghar Ke Kalesh (@gharkekalesh) August 15, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)