কেরলে (Kerala) ঢুকে পড়ল বর্ষা (Monsoon 2025)। নির্ধারিত সময়ের চেয়ে অন্তত ৮দিন আগে ভারতে ঢুকে পড়ল দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। ১৬ বছর পর কেরলে এত তাড়াতাড়ি বর্ষা ঢুকল। প্রসঙ্গত, ২০০৯ সালের ২৩ মে কেরলে বর্ষা ঢুকেছিল। বর্ষার ঢোকার শুরুতেই আগামী দু-তিন দিনের মধ্যে কেরলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির জন্য সতর্কতাও দেওয়া হয়েছে। আগামী ২৯ মে পর্যন্ত কেরল এবং কর্ণাটকের উপকূলীয় অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রতি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার গতিবেগে হাওয়াও বইবে। কেরলের পর দিন দুয়েকের মধ্যেই এবার বর্ষা ঢুকে পড়বে তামিলনাড়ু, কর্ণাটক, পুদুচেরি ও মিজোরামে।

আগামী ৩০ মে-র মধ্য়ে মুম্বই সহ মহারাষ্ট্রে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে যাওয়ার কথা।  এবার বর্ষায় ভারতের বেশীরভাগ রাজ্যেই স্বাভাবিকের চেয়ে বেশী বৃষ্টি হতে পারে।  চলতি মাসেই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি ঢুকে পড়তে পারে।

কেরলে ঢুকে পড়ল বর্ষা

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)