দক্ষিণী চলচ্চিত্র পরিচালক রঞ্জিত বালাকৃষ্ণনের (Ranjith) বিরুদ্ধে হেনস্থার অভিযোগ দায়ের করলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। ২০০৯ সালে 'পালেরি মানিক্যম' নামের একটি ছবিতে অভিনয়ের জন্য শ্রীলেখা মিত্রকে প্রস্তাব দেন রঞ্জিত। ওই ছবির সূত্রেই মালায়লি পরিচালক তাঁকে 'অবাঞ্ছিত স্পর্শ' করেন বলে অভিযোগ। কোচি সিটি পুলিশ কমিশনারের কাছে শ্রীলেখা মিত্র ইমেল মারফৎ ওই যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন। প্রসঙ্গত রঞ্জিতের বিরুদ্ধে শ্রীলেখা মিত্রের দায়ের করা অভিযোগ নিয়ে যখন তোলপাড় শুরু হয়েছে, সেই সময় কেরলের চলচ্চিত্র অ্যাকাডেমির সভাপতি পদ থেকে পদত্যাগ করেন রঞ্জিত। এদিকে বরখা দত্তের এক সাক্ষাৎকারে শ্রীলেখা মিত্র অভিযোগ করেন, 'চলচ্চিত্র জগতে কাউকে ধর্ষণ করা হয় না'। তবে যেভাবে হেনস্থা করা হয়, তার বিরুদ্ধে এবার অভিনেত্রী সরব হয়েছেন বলে জানান। শুধু তাই নয়, রঞ্জিতের বিরুদ্ধে অভিযোগ দায়েরের মাধ্যমে শ্রীলেখা মিত্র ফের নতুন করে #MeToo এ পথে হাঁটছেন বলেই মনে করা হচ্ছে। যেখানে সত্যিকারের 'কাস্টিং কাউচ' হচ্ছে বলে অভিযোগ করা হয়। কলকাতা (kolkata) থেকে কেরল (kerala) পর্যন্ত যা অব্যাহত বলেও দাবি করা হয়।

শ্রীলেখা মিত্র এই সাক্ষাৎকারে কী বলেন দেখে নিন এক ঝলকে...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)