দক্ষিণী চলচ্চিত্র পরিচালক রঞ্জিত বালাকৃষ্ণনের (Ranjith) বিরুদ্ধে হেনস্থার অভিযোগ দায়ের করলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। ২০০৯ সালে 'পালেরি মানিক্যম' নামের একটি ছবিতে অভিনয়ের জন্য শ্রীলেখা মিত্রকে প্রস্তাব দেন রঞ্জিত। ওই ছবির সূত্রেই মালায়লি পরিচালক তাঁকে 'অবাঞ্ছিত স্পর্শ' করেন বলে অভিযোগ। কোচি সিটি পুলিশ কমিশনারের কাছে শ্রীলেখা মিত্র ইমেল মারফৎ ওই যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন। প্রসঙ্গত রঞ্জিতের বিরুদ্ধে শ্রীলেখা মিত্রের দায়ের করা অভিযোগ নিয়ে যখন তোলপাড় শুরু হয়েছে, সেই সময় কেরলের চলচ্চিত্র অ্যাকাডেমির সভাপতি পদ থেকে পদত্যাগ করেন রঞ্জিত। এদিকে বরখা দত্তের এক সাক্ষাৎকারে শ্রীলেখা মিত্র অভিযোগ করেন, 'চলচ্চিত্র জগতে কাউকে ধর্ষণ করা হয় না'। তবে যেভাবে হেনস্থা করা হয়, তার বিরুদ্ধে এবার অভিনেত্রী সরব হয়েছেন বলে জানান। শুধু তাই নয়, রঞ্জিতের বিরুদ্ধে অভিযোগ দায়েরের মাধ্যমে শ্রীলেখা মিত্র ফের নতুন করে #MeToo এ পথে হাঁটছেন বলেই মনে করা হচ্ছে। যেখানে সত্যিকারের 'কাস্টিং কাউচ' হচ্ছে বলে অভিযোগ করা হয়। কলকাতা (kolkata) থেকে কেরল (kerala) পর্যন্ত যা অব্যাহত বলেও দাবি করা হয়।
শ্রীলেখা মিত্র এই সাক্ষাৎকারে কী বলেন দেখে নিন এক ঝলকে...
"The Casting Couch is Real"- From #Kolkata to #Kerala where the Malayalam Film Industry is confronting its own #MeToo Storm. #Siddique #Ranjith quit Film Body posts after harassment allegations. Here, in tears, Sreelekha Mitra shares her story. In full https://t.co/JlntKfR62G pic.twitter.com/vTasP67tHy
— barkha dutt (@BDUTT) August 26, 2024
(SocialLY brings you all the latest breaking news, viral trends and information from social media world, including Twitter, Instagram and Youtube. The above post is embeded directly from the user's social media account and LatestLY Staff may not have modified or edited the content body. The views and facts appearing in the social media post do not reflect the opinions of LatestLY, also LatestLY does not assume any responsibility or liability for the same.)