অস্কারের মঞ্চে ভারতের জয়জয়কার ৷ কার্তিকী গঞ্জালভেস পরিচালিত এবং গুনীত মোঙ্গা প্রযোজিত তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ পুরস্কৃত হল সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে৷ ৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস মঞ্চে প্রথম ভারতীয় ছবি হিসেবে এই বিভাগে অস্কার পেল ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’
'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' তথ্যচিত্রটি মুধুমালাই টাইগার রিজার্ভের তত্ত্বাবধায়ক দম্পতি বোম্যান এবং বেলির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে।। হস্তীশাবক রঘু ও দুই মাহুতের জীবনযাপন ঘিরে এই গল্প। এক দুর্ঘটনার পরে রঘুকে নিয়ে আসা হয় বোমান ও বেলির কাছে, যারা তার ক্ষত সারিয়ে পালন-পোষণ করে বড় করে তোলেন। বোমান ও বেলির গোটা জীবনটাই আবর্তিত হয় এই হস্তীশাবককে ঘিরে।
এবার সেই বোম্যান ও বেলিকে সংবর্ধনা জানাল তামিলনাড়ু সরকার। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন নিজে হাতে উত্তরীয় ও স্মারক দিয়ে বরণ করে নেন দুই বর্ষীয়ান হাতির তত্ত্বাবধায়ককে। দেখুন সেই ভিডিও-
Chennai | Tamil Nadu CM MK Stalin felicitates elephant caretaker couple Bomman & Bellie following the #Oscars win for the documentary 'The Elephant Whisperes'.
The documentary is based on the life and work of Bomman and Bellie who foster elephant calves, Ammu and Raghu. pic.twitter.com/OneA8Z5Y4i
— ANI (@ANI) March 15, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)