নয়াদিল্লি: মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি ছাড়ছেন চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ (Filmmaker Anurag Kashyap)। বলিউডে অনন্য এবং আশ্চর্যজনক হিট ছবি তৈরি করেছেন অনুরাগ কাশ্যপ। তবে অনুরাগ এবার দক্ষিণের চলচ্চিত্রে ঝুঁকেছেন, তাঁকে দক্ষিণি চলচ্চিত্রেও অভিনয় করতে দেখা গিয়েছে। দক্ষিণের ছবিতে অনুরাগের যে কাজের অভিজ্ঞতা তা বলিউড থেকে আলাদা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন অনুরাগ কাশ্যপ।
অনুরাগ কাশ্যপ সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘যতদিন যাচ্ছে, বলিউড আমাকে হতাশ করছে। এই ইন্ডাস্ট্রির কাজ দেখে ক্লান্ত। ইদানিং সিনেমা তৈরির আগেই কীভাবে সিনেমাকে বেচতে হয় তা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়। ছবি তৈরির মধ্যে যে আনন্দ রয়েছে, তা কোথাও গিয়ে মিসিং। এই ধরনের প্র্যাকটিস আমাকে বিরক্ত করে। সেই কারণেই নতুন বছরে আমি মুম্বই ছেড়ে দক্ষিণে যাচ্ছি। দক্ষিণে এখনও সিনেমা তৈরির মধ্যে আনন্দ রয়েছে। আমি খুবই হতাশ, খুবই বিরক্ত মুম্বই ইন্ডাস্ট্রির কাজ নিয়ে। বিরক্ত এখানকার মানুষদের মানসিকতা নিয়ে। এখানে শুধুই রিমেক চলছে। নতুন কিছু ভাবরা বা তৈরির ইচ্ছেই নেই। একই বিষয়ের পিছনে সবাই ছুটছে, যা অসহ্য।’
মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দক্ষিণে পাড়ি দিচ্ছেন অনুরাগ কাশ্যপ
"I am moving out of Mumbai. I am going to SOUTH. The Bollywood film industry is disgusting."
- Anurag Kashyap pic.twitter.com/PQ3EHQU0H6
— Troll Cinema ( TC ) (@Troll_Cinema) December 31, 2024
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)