Asha Sharma Dies at 88: প্রয়াত কুমকুম ভাগ্য অভিনেত্রী আশা শর্মা, ৮৮-তে জীবনাবসান

ধারাবাহিকের পাশাপাশি 'কেয়ামত সে কেয়ামত তাক', 'খান্না', 'আইয়ার ১৯২০' সহ বহু ছবিতেও কাজ করেছেন আশা শর্মা।

Asha Sharma Dies at 88 (Photo Credits: X)

প্রয়াত বর্ষীয়ান টেলিভিশন অভিনেত্রী আশা শর্মা (Asha Sharma)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। আজ রবিবার সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশনের (CINTAA) তরফে এক্স হ্যান্ডেল থেকে প্রবীণ অভিনেত্রীর মৃত্যুর খবর প্রকাশ করা হয়েছে। 'কুমকুম ভাগ্য', 'মন কি আওয়াজ প্রতিজ্ঞা' একাধিক জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন আশাদেবী। টেলিভিশনের পাশাপাশি হিন্দি চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। 'কেয়ামত সে কেয়ামত তাক', 'খান্না', 'আইয়ার ১৯২০' সহ বহু ছবিতেও কাজ করেছেন আশা শর্মা। জানা যাচ্ছে, গত বছর থেকেই বয়সজনিত শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। প্রবীণ শিল্পীর প্রয়াণে শোক প্রকাশ সিনে আর্টিস্ট মহল।

আরও পড়ুনঃ শাহরুখ, হৃত্বিক, রণবীর কাঁপাবে ধুম ৪? ছবি নিয়ে বড় আপডেট দিলেন চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ

প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী আশা শর্মা... 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now