সন্ধ্যা থিয়েটারে মহিলার মৃত্যুর জেরে শুক্রবার গ্রেফতার করা হয় তেলুগু সুপারস্টার অল্লু অর্জুনকে (Allu Arjun Arrested)। অল্লুর গ্রেফতারির পর বিষয়টি নিয়ে হইচই শুরু হয়ে যায়। অল্লু অর্জুনের গ্রেফতারির পর যখন জোর চর্চা শুরু হয়, সেই সময় মুখ খুললেন তেলাঙ্গানার (Telangana CM) মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি (Revanth Reddy)। মুখ্যমন্ত্রী বলেন, আইন নিজের পথে চলবে। আইনের পথে কেউ বাধা দিতে পারেন না। গত ৪ ডিসেম্বর সন্ধ্যা থিয়েটারে পুষ্পা টু-এর প্রিমিয়ার ছিল। সেখানে দমবন্ধ হয়ে মৃত্যু হয় বছর ৩৯-এর রেভতী নামে এক মহিলার। রেভতীর সঙ্গে তাঁর ছেলেও ছিল। রেভতীর ৮ বছরের ছেলেও অসুস্থ হয়ে পড়ে। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনার পরপরই অল্লু অর্জুন, তাঁর টিম এবং থিয়েটারের ম্যানেজমেন্টের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় সংশ্লিষ্ট মহিলার বাড়ির তরফে। চিক্কাডপল্লী থানায় দায়ের করা হয় অভিযোগ। মৃতের পরিবারের অভিযোগের জেরে শুক্রবার গ্রেফতার করা হয় সুপারস্টারকে।

আরও পড়ুন: Allu Arjun Arrested: মহিলার মৃত্যুর জেরে অল্লু অর্জুনকে গ্রেফতার করে নিয়ে গেল পুলিশ, সঙ্গে সঙ্গে থানায় পৌঁছে গেলেন অভিনেতার শ্বশুর

অল্লু অর্জুনের গ্রেফতারির পর রেভান্থ রেড্ডি কী বললেন...

 

এসবের পাশাপাশি রেভান্থ রেড্ডি আরও বলেন, 'প্রথমে আমায় খোঁজ নিতে দিন। তারপর আমি বলতে পারব'...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)