১০ বছরের ভালবাসার  বার্ষিকী পালন করলেন অভিনেত্রী মৌমিতা পণ্ডিত (Moumita Pandit)। চির প্রেমিক অরিদীপ্ত ঘোষ কাছে নেই। তাতে কী, মৌমিতা পালন করলেন তাঁদের ভালবাসার বার্ষিকী। চিরসখা অরিদীপ্তর জন্য সাজলেন। খোপায় পরিপাটি করে ফুল লগিয়ে দিলেন। চোখে পরলেন কাজল। অরিদীপ্তকে তিনি ছুঁতে পারছেন না, স্পর্শ করতে পারছেন না। তবে তাঁর উপস্থিতি যেন সব সময় উজ্জ্বল মৌমিতার কাছে। অরিদীপ্তর সঙ্গে তাঁর ভালবাসার বার্ষিকীতে তাই মৌমিতা ভালবাসার মানুষের কাছের মানুষদের ডেকেছিলেন। তাঁদের সঙ্গে গল্প করেন। গান বাজনা করেন। অরিদীপ্তকে তিনি চোখে দেখতে পাচ্ছিলেন না ঠিকই, তবে তাঁর উপস্থিতি যেন অনুভব করতে পারছিলেন অভিনেত্রী। তাইতো অনুষ্ঠান শেষের পর লাইভে হাজির হন মৌমিতা। সেখানে জানান, অরিদীপ্তকে তিনি সব সময় কতটা অনুভব করেন। তবে কাছে নেই তো কী হয়েছে, তিনি সব সময় অরিদীপ্তর উপস্থিতি অনুভব করেন। তাঁর ভালবাসা যেন অন্তহীন। এমনও মনে করে মৌমিতা। অভিনেত্রীর কথা শুনে, চোখে জল ধরে রাখতে পারেননি অনেক। মৌমিতাকে অনেক ভালবাসা জানান তাঁর শুভানুধ্যায়ীরা।

শুনুন কী বললেন মৌমিতা পণ্ডিত...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)