২০১৮ সালে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'হামি' মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে। একরত্তি ব্রত থুড়ি 'ভুটু ভাইজানে'র কান্ডকারখানাতে বক্স অফিসে সাড়া ফেলেছিল সেই ছবি। হামি'র সাফল্যের পর পরিকল্পনা হয় দ্বিতীয় ভাগ তৈরির। কিন্তু লকডাউনের জন্য শ্যুটিং বন্ধ হয়ে যায়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই জোরকদমে শুরু হয় শ্যুটিং। ২০২১ এ মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে যায়। কিন্তু বন্ধুত্ব দিবসে ছবির পোস্টার প্রকাশ করে প্রযোজক সংস্থা জানিয়েছে বড়দিনে বড়পর্দায় দেখা মিলবে 'ভুটু ভাইজান'-এর। ২৩ ডিসেম্বর মুক্তি পাবে 'হামি ২'।

ছবির পোস্টারে অ্যানিমেশনে শিশুদের ছোঁয়া। চাঁদ-তারা-মেঘের মাঝে শিশুদের হাসির ভেলা। সাজপোশাক দেখে আন্দাজ, এই ছবিতে কি তবে মিলবে সাম্প্রদায়িক সম্প্রীতির আভাস?

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)